মাথাভাঙ্গা মনিটর: সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিঙে জয় পেলো আগেরচার ম্যাচে হারা কোলকাতা নাইট রাইডার্স। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে পাওয়া৮ উইকেটের জয়ে ৬৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলা গৌতম গম্ভীরের অবদানও কমনয়।আট খেলায় এটি কোলকাতার তৃতীয় জয়। সমান খেলায় দিল্লির ষষ্ঠ হার।ব্যাটিঙে নামতেই হয়নি সাকিবকে। বোলিঙে ১ উইকেট পেলেও চার ওভারে রান দিয়েছেন মাত্র১৩। হিসেবি বোলিং করে খুব ভালোভাবেই তিনি বেধে রেখেছিলেন দিল্লিরব্যাটসম্যানদের। গতকাল বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬০ রান করে স্বাগতিক দল।নবম ওভারে ৬১ রানে মুরালি বিজয় (২৪),কুইন্টন ডি.কক (১০) ও অধিনায়ক কেভিন পিটারসেনের বিদায়ে শুরুটা ভালো হয়নি দিল্লির।তবেজেপি ডুমিনি,দীনেশ কার্তিক (২২ বলে ৩৬) ও কেদার যাদবের দৃঢ়তায় দেড়শ পারহয় স্বাগতিকদের সংগ্রহ। ষষ্ঠ উইকেটে যাদবের (১৫ বলে অপরাজিত ২৬) সাথে ২৫বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ডুমিনি (২৮ বলে অপরাজিত ৪০)।জবাবে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কোলকাতা।রবিনউথাপ্পার সাথে গম্ভীরের ১০৬ রানের জুটিতে সহজ জয়ের দিকে এগিয়ে যায়কোলকাতা। ওয়েইন পার্নেলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে উথাপ্পা (৪৭) বিদায়নিলে ভাঙে ৭১ বল স্থায়ী জুটি।দ্বিতীয় উইকেটে মনিশ পাণ্ডের সাথে ৪৫রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন গম্ভীর। পার্নেলের দ্বিতীয শিকারেপরিণত হওয়ার আগে গম্ভীরের ব্যাট থেকে আসে ৬৯ রানের অসাধারণ এক ইনিংস। তার৫৬ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও ২টি ছক্কায়।বাকি কাজটুকু সহজেই সারেন মনিশ (অপরাজিত ২৩) ও জ্যাক ক্যালিস (অপরাজিত ১০)।