বিশ্বসেরা হবে নেইমার: রোনালদো

 

মাথাভাঙ্গা মনিটর:এ পর্যন্ত প্রশংসা তার মুখ থেকে কমই বের হয়েছে। ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বীবার্সেলোনার কারো ক্ষেত্রে তো ভাবাই যায় না। কিন্তু সে অভাবনীয় কাজটিইকরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকেপ্রশংসায় ভাসালেন রোনালদো। আসন্ন বিশ্বকাপকে ঘিরে কথা বলতে গিয়ে জানালেনআগামীতে বিশ্বসেরা হতে পারেন নেইমার। গত মঙ্গলবার স্পোর্টস টিভিকেদেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ভবিষ্যতে বিশ্বসেরা হতে পারেন নেইমার।আর আমি মনে করি ইতোমধ্যেই সে এর প্রমাণ দিয়েছে।চলতি মরসুমেই ৮৭.২মিলিয়ন পাউন্ডে ব্রাজিলের সান্তোস থেকে কাতালান ক্লাব বার্সেলোনায় নামলেখান এ ব্রাজিলিয়ান। কিন্তু স্পেনে প্রথম মরসুমে ক্লাবের হয়ে তেমন আলোছড়াতে পারেননি ব্রাজিলের বিশ্বকাপ পুনরুদ্ধারের সবচেয়ে বড় অস্ত্র নেইমার।বার্সেলোনার হয়ে ২৫ ম্যাচে ৯টি গোল এবং ৮টি অ্যাসিস্ট করেছেন এ ২২ বছরবয়সী ফুটবলার। তাই অনেকে নেইমারের পারফরম্যান্স নিয়ে সমালোচনাও করেছেন। এবিষয়ে খুব বেশি চিন্তা করতে নারাজ ফর্মের তুঙ্গে থাকা রিয়ালের এ মহাতারকা।এব্যাপারে সি আর-৭ বলেন, হ্যাঁচলতি মরসুমে বার্সেলোনায় তার সময়টা ভালোকাটেনি। কিন্তু তার বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তার মাঝে ভবিষ্যতেরকিংবদন্তী হওয়ার গুণাবলী আছে।