খবর:(আলমডাঙ্গার গড়গড়ি গ্রামে যুবক-যুবতী আটক : দু মাস পর জরিমানা)
পচা কাজের গুষ্টি কিলাই
পড়লে ধরা ঝোড়ে,
ধরলো পোকা এই বয়সে
তোমার কাঁচা থোড়ে।
ধার করা সব নাগর দিয়ে
চলবে না কাজ মোটে,
ঘর ছেড়ে কী বাইরে করো
ভালোবাসার চোটে।
ফাজিলগিরি বাদদে রে ভাই
ফষ্টিনষ্টি করিসনেরে,
আজকে এটা ছেড়ে দিয়ে
কালকে ওটা ধরিসনে।
-আহাদ আলী মোল্লা