বদরগঞ্জ ব্যুরো: গতকাল শনিবার সকালে ২০১৩-১৪ সালের অর্থ বছরের দ্বিতীয় পর্যায়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় ৪০দিনের শ্রম কর্মসৃজন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩নং কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর চুরাখাল থেকে ফারাজীর বাড়ির রাস্তার ব্রিজ মোড় পযর্ন্ত মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়। মাটি কেটে কাজের উদ্বোধন করেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব হাফিজুর রহমান, প্যালেন চেয়ারম্যান মমিনুল রহমান,কুতুবপুর আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সরদার, সাংবাদিক কবীর দুখু মিয়া, ইউপি সদস্য ডা. মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা মো.গোলজার মাস্টার, আ.লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন, রিনা পারভীন, হাসিনা খাতুন, মকলেসুর রহমানসহ ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিক সংখ্যা ১২০জন। সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১২০ জন দুস্থ নারী-পুরুষ শ্রমিকরা কাজ করবে। প্রতি শ্রমিকরা কাজের বিনিময়ে ২শটাকা করে মুজরি পাবে।