জয়রামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহকারী পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহকারী পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এ সংক্রান্তে গতকাল শনিবার সন্ধ্যায় জয়রামপুর গ্রামবাসীর পক্ষ থেকে জেলা লোকমোর্চার সভাপতি চুয়াডাঙ্গা জেলা জর্জকোর্টের পিপি অ্যাড. আলমগীর হোসেনের পরামর্শক্রমে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পড়শী এইডের নেতৃবৃন্দ দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমানের নিকট লিখিত স্মারকলিপি পেশ করেছেন। জয়রামপুর গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়ে স্মারকলিপিতে বলা হয়েছে, গত কিছুদিন ধরে ধারাবাহিকভাবে দুটি হত্যাকাণ্ডসহ তিনজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। গত ২২ এপ্রিল মঙ্গলবার জয়রামপুর চৌধুরীপাড়ার আমজাদ হোসেনকে নির্মমভাবে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে খুন করা হয়। পরদিন ২৩ এপ্রিল বুধবার জয়রামপুর তালপুকুরে বাগানপাড়ার হাজেরা খাতুনের ৮ বছর বয়সী মেয়েকে নানির কোল থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। পরদিন ২৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যারাতে জয়রামপুর চৌধুরীপাড়ার মুদিদোকানি আবুল কাশেমকে এলাপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। সর্বশেষ ২৫ এপ্রিল শুক্রবার গভীররাতে জয়রামপুর বাবু পাড়ার রেজাউল ও তার স্ত্রী রহিদাকে তার নিজঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। একই গ্রামে ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে গ্রামে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহকারী পুলিশ সুপারের হস্তক্ষেপ কমনা করা হয়েছে। গ্রামবাসীর পক্ষে এসময় উপস্থিত ছিলেন পড়শী এইডের হাফিজ, আ. আলিম, জসিম, এসএম হানিফ, জহির, ইমদাদুল হক, শরিফ, পলাশ, নাজির, সাইফুলসহ প্রমুখ।