মাথাভাঙ্গা মনিটর: জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় ভার্ডারব্রেমেনের বিপক্ষে দু দুবার পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে বায়ার্নমিউনিখ। ঘরের মাঠে ৫-২ গোলে জিতেছে তারা।গতকাল শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় দশম মিনিটেই চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডারথিয়েডোর গেব্রের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। তবে ১০ মিনিট বাদেই ফরাসি ফরোয়ার্ডফ্র্যাঙ্ক রিবেরির গোলে ম্যাচে ফেরে বায়ার্ন।৩৬তম মিনিটে ব্রেমেনেরমিডফিল্ডার অ্যারন হান্টের গোলে আবারো পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।তবেদ্বিতীয়ার্ধে আর কোনো চমক দেখাতে পারেনি অতিথি দলটি। ৪ মিনিটের ব্যবধানে দুটি গোলকরে বায়ার্নকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন পেরুর স্ট্রাইকার ক্লদিও পিসারো।আর৬১ ও ৭৪তম মিনিটে যথাক্রমে মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও ফরোয়ার্ড আরিয়েনরোবেন গোল করে বায়ার্নের সহজ জয় নিশ্চিত করেন।বুন্দেসলিগায় রেকর্ড ৭ ম্যাচহাতে রেখে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন। ৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট৮৪।তাই লিগের শিরোপা দৌড়ে বায়ার্নের এই জয় কোনো প্রভাব না রাখলেও বায়ার্নেরকাছে এর গুরুত্ব অনেক।আগামী মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্সলিগের সেমি-ফাইনালের ফিরতি লেগ খেলবে দলটি। গত সপ্তাহে রিয়ালের মাঠে প্রথম লেগে ১-০গোলে হেরে যাওয়ায় এ ম্যাচে জিততেই হবে তাদের। তাই অমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগেএমন একটা জয় নিশ্চিতভাবেই রিবেরি-রোবেনদের আত্মবিশ্বাস আরো বাড়াবে।