জীবনননগর দেহাটি গ্রামে বিরোধপূর্ণ জমি বাদী পক্ষের দখলে

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের উথলী ইউনিয়নের দেহাটি গ্রামে আদালতে বিচারাধীন বিরোধপূর্ণ জমাজমি বাদী পক্ষ জোরপূর্বক দখল করে নিয়েছে। বিবাদি পক্ষ দখলদারদের বাধা দেয়ায় সংঘর্ষে এক নারীসহ দুজন আহত হয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, দেহাটি শাহপাড়ার মৃত আমজাদ আলী শাহ স্ত্রী মোমেনা খাতুন শরিকানা প্রায় ৩০ শতক জমাজমি নিয়ে একই পাড়ার হায়দার আলী বিশ্বাস দিং বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। গতকাল শনিবার ভোরে বাদীনির ছেলে মনিরুল শাহ নেতৃত্বে আমিনুল, হেলাল, হান্নান, সাইফুল, এরেং ও আবু জাফর শাহ নেতৃত্বে ১৫/২০ সংগঠিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে গাছ পালা কেটে সয়লাব করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি ঘর তৈরি করতে থাকে। এ সময় বিবাদী পক্ষের মনিরুদ্দিন শাহ ছেলে মোক্তার শাহ ও তার স্ত্রী সাফিয়া খাতুন বাধা দিলে তাদের বেধড়ক পিটিয়ে দখলদাররা আহত করে। এ ঘটনায় আহত মোক্তার আলী বাদী হয়ে গতকাল শনিবার জীবননগর থানায় দখলদার মনিরুল শাহ বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিরোধপূর্ণ জমি থেকে দখলদারদের ঘরবাড়ি ভেঙে নেয়ার নির্দেশ দিয়েছে। পুলিশের এ নির্দেশ দখলদাররা উপেক্ষা করায় যেকোনো মুর্হূতে ভয়াবহ রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্কা প্রকাশ করছে গ্রামবাসী।