টিপ্পনী

 

 

খবর:(চুয়াডাঙ্গায় ফলের দোকানগুলোতে ক্ষতিকর মাখানো প্রচুর তরমুজ বাজেয়াপ্ত)

 

ফলের নামে খাচ্ছি সবাই বিষ

ওসব কিছু সাবধানে কিনিস

খেলেই বাপু মরে যাবেন জ্যান্ত

বুঝছি না এর ভ্যান্ত।

 

ফলের বাজার বিষের বাজার তাই

ভুলে ভালে কেউ না যেন খায়

কী আর খাবো নানান রকম বিষে

হারায় বসে দিশে।

 

কেউ যেয়ো না কোনো ফলের কাছে

ওতে নাকি বিষের গাঁদা আছে

এসব কিছুর নাটের গুরু কারা

পায় কোথা আশকারা?

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment