জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তারের ইন্তেকাল

 

জীবননগর ব্যুরো: জীবননগর বাজারের প্রবীণ মুদিব্যবসায়ী উপজেলার বাঁকা গ্রামের আব্দুস সাত্তার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতকাল বুধবার দুপুরে বার্ধক্যজনিত কারণে তিনি তার বাঁকা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ব্যবসায়ী আব্দুস সাত্তার স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ৯টায় তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। বাঁকা মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। জীবননগর বাজারের প্রবীণ এ ব্যবসায়ীর মৃত্যুতে দৌলৎগঞ্জ বাজার কমিটির পক্ষে আহ্বায়ক এম.আর বাবু ও যুগ্মআহ্বায়ক শামীম ফেরদৌস গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।