কোনো টাকা দেননি জেসমিন : ১১ মামলায় হাজিরা

স্টাফ রিপোর্টার: হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির মামলায় প্রতি মাসে ১০০ কোটি টাকা জমা দেয়ার শর্তে জামিন নেয়া জেসমিন ইসলাম জামিনের পর কোন টাকা জমা দেননি। গতকাল বুধবার মামলার শুনানিতে দুদকের আইনজীবী কবির হোসেন আদালতে এ কথা বলেন। তিনি বলেন, প্রতি মাসে ১০০ কোটি টাকা জমা দেয়ার শর্তে জামিন নিয়ে জেসমিন ইসলাম একটি টাকাও জমা দেননি। জেসমিনের আইনজীবী কাজী নজীবউল্লাহ হিরু আদালতকে জানান, সিনিয়র স্পেশাল জজ আদালতের দেয়া আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। তাই হাইকোর্টের কোনো আদেশ না হওয়া পর্যন্ত তিনি জেসমিনের জামিন বহাল রাখার আবেদন করেন। তিনি ৪১০ কোটি টাকা লেনদেনের একটি হিসাব বিবরণী আদালতে দাখিল করেন। দুদকের আইনজীবী কবির হোসেন আদালতে বলেন, এগুলো জামিন নেয়ার আগের স্টেটমেন্ট। জামিন নেয়ার পর শর্ত মোতাবেক একটি টাকাও তিনি জমা দেননি। শুনানি শেষে বিচারক হাইকোর্টের করা রিটের আদেশ দাখিলের জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেছেন। ওই দিন পর্যন্ত সমিন জামিনের সুবিধা ভোগ করবেন বলেও তিনি জানান। উল্লেখ্য, জেসমিন ইসলাম গত ৪ আগস্ট প্রতি মাসে ১০০ কোটি টাকা দেয়ার শর্তে ১১টি মামলায় জামিন পান।