মুন্সিগঞ্জ প্রতিনিধি : আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ড্যাফোডিল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১০টায় ড্যাফোডিল কিন্ডারগার্টেনের এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান উপদেষ্টা অ্যাড সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মকবুলার রহমান। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুর রহমান, চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ইংরেজি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল, মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যাপক ইসমত আরা, মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর পাত্র, সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান ও আলমডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক অনিক সাইফুল, মুন্সিগঞ্জ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম, জামান লিংকন, মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক তাহাজ উদ্দিন মোল্লা প্রমুখ। শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মুন্সিগঞ্জ ড্যাফোডিল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ একেএম ইউসুফ হাসান।