মুজিবনগর চলছে দু দিনব্যাপি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর দিবস আরো আকর্ষণীয় করতে দু দিনব্যাপি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার, তিমির নন্দী, রফিকুল আলম, মনোরঞ্জন ঘোষাল, জনপ্রিয় শিল্পী রিংকু ও বিউটি এবং ব্যান্ডদল বাপ্পা মজুমদার ও দলছুটের আয়োজন থাকছে দুদিন ধরেই। থাকছে আকর্ষণীয় লেজার শো ও আতশবাজী। পুতুল নাচ, গম্ভীরাসহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে অনুষ্ঠানের পাশাপাশি চোখ জোড়ানো লাইটিং ও সাজ সজ্জা মনোমুগ্ধ করেছে দর্শকদের। উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment