চুয়াডাঙ্গা গাইদঘাট ও জীবননগর রায়পুরে জেলা প্রশাসনের অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের স্কুলমাঠে বোশেখি মেলার নামে জুয়া ও নগ্ননৃত্য চালানোর অভিযোগে মেলা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ অভিযান চালান এনডিসি মো. মোখলেচুর রহমান। তিনি উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে বিচিত্র অনুষ্ঠানের নামে নগ্ননৃত্য ও জুয়া বোর্ড উচ্ছেদ করেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, বোশেখি মেলার নামে জীবননগর উপজেলার রায়পুর স্কুলমাঠে অবৈধভাবে পরিচালিত রাতভর জুয়ার আসর ও ভ্যারাইটিশোর নামে চলছিলো অশ্লীল নৃত্য। গতকাল বৃহস্পতিবার ঝটিকা অভিযান পরিচালনা করেছেন জীবননগর উপজেলা চেয়ারম্যান সাজেদুর রহমান। অভিযানকালে তিনি অবৈধ মেলার মাঠে গড়ে ওঠা জুয়ার বোর্ড ও ভ্যারাইটিশোর প্যান্ডেল ভেঙে গুড়িয়ে দেন। এলাকার সচেতন মহলও অবৈধ মেলার মাঠ উচ্ছেদে অংশগ্রহণ করেন।
এলাকাবাসী জানায়, বোশেখ উপলক্ষে এলাকার একটি কুচক্রমহল স্কুলমাঠে বোশেখি মেলার আয়োজন করে। অনুমোদনবিহীন এ মেলার মাঠে প্রতিদিন লাখ লাখ টাকা জুয়ার আসরসহ ভ্যারাইটিশোর নামে উলঙ্গ নৃত্য চলে আসছিলো। এর ফলে এলাকায় বিরূপ প্রতিক্রিয়াসহ এলাকার যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছিলো। এ অবস্থায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল ইউএনও সাজেদুর রহমান অবৈধ মেলার মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি জুয়ার বোর্ড ধ্বংসসহ ভ্যারাইটিশোর প্যান্ডেল ভেঙে দেন। এ সময় এলাকাবাসীও এতে অংশ নিয়ে মেলার মাঠের অন্যান্য প্যান্ডেলসহ লাইটিং ব্যবস্থা ধ্বংস করেন।