বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীর চাকুর পোঁচে ভাইসহ দুজন জখম

 

আলম আশরাফ: চুয়াডাঙ্গা সদরের দোস্তবাজারে বোনের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় উত্ত্যাক্তকারীর চাকুর পোঁচে দুজন রক্তাক্ত জখম হয়েছে। আহতদের উদ্ধার করে নেয়া হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাজারের ব্রিজের ওপর।

অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের হারেজের ছেলে মুজাহিদ দোস্ত গ্রামের জনৈক স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া এবং আসার পথে প্রায় উত্ত্যক্ত করে থাকে। রাত ৮টার দিকে দোস্ত বাজারের ব্রিজের ওপর দাঁড়িয়েছিলো মুজাহিদ। এ সময় দোস্ত গ্রামের স্কুলছাত্রীর ভাই আলামিন ও চাচাতো ভাই রাজু বোনকে স্কুলে যাওয়া ও আসার পথে কেন উত্ত্যাক্ত করা হয় তার কারণ জানতে চায় মুজাহিদের নিকট। তর্কবিতর্কের একপর্যায় ঘটে মারামারি ঘটনা। মুজাহিদের হাতে থাকা চাকু দিয়ে রাজু এবং আলামিনকে এলোপাতাড়ি পোঁচ মেরে রক্তাক্ত জখম করে সে। প্রতিপক্ষের আঘাতে মুজাহিদও জখম হয়। আহত ৩ জনকেই উদ্ধার করে স্থানীয়ভাবে ৩ জনকেই চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে রাজু ও আলামিনের জখম গুরুতর হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে বলা হয়, এর আগেও উত্ত্যাক্তের বিষয়টি মুজাহিদের পরিবারের লোকজনের একাধিক বার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে মুজাহিদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, পূর্বশত্রুতার জের ধরে তারা আমার ওপর হামলা চালিয়েছে।