ভ্যাপসা গরম থাকছে আরো এক সপ্তাহ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ সারা দেশের ওপর দিয়ে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ আগামী এক সপ্তাহের মধ্যে কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর চুয়াডাঙ্গায় ছিলো ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গত কয়েকদিন ধরে অনুভূত হওয়া ভ্যাপসা গরমও থাকছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা আরিফ হোসেন বলেন, রাঙ্গামাটি, মাইজদী কোর্ট ও পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এ আবহাওয়া পাঁচ-সাতদিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৩৯ দশমিক ২, সিলেটের শ্রীমঙ্গলে ৩৫ দশমিক ৫, বরিশালে ৩৬ দশমিক ৮, সৈয়দপুরে ৩৭, খুলনায় ৩৯, রাঙ্গামাটিতে ৩৮, মাইজদী কোর্টে ৩৬ দশমিক ১ এবং ফরিদপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের দু/এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, এ মাসে বঙ্গোপসাগরে দু/একটি নিম্নচাপ হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় দেশের উত্তর, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দু/তিন দিন মাঝারি বা তীব্র কালবোশেখি এবং দেশের অন্যান্য স্থানে তিন/চার দিন মাঝারি ধরনের কালবোশেখি ঝড় হতে পারে। এছাড়া চলতি মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র এবং অন্যান্য এলাকায় দু-তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ অনুভূত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।