স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালে প্রথমবারের মতো আধুনিক চক্ষু চিকিৎসা ‘অটোব্লাডগ্রাফটিং’ করা হয়েছে। হাসপাতালটির চক্ষু বিশেষজ্ঞ ডা. এমবি আজম এ অপারেশন করেন। এমবি আজম দাবি করেন, শুধু চুয়াডাঙ্গা নয় দেশেও প্রথমবারের মতো এ অপারেশন করার ঘটনা ঘটেছে।
গত ১৩ এপ্রিল চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের অপারেশন থিয়েটারে সদর উপজেলার মোর্তুজাপুরের এলাহী বক্সের ছেলে হাসান আল মামুন লাল্টুর (২৪) বাম চোখে এই অপারেশন করা হয়। গতকাল মঙ্গলবার ওই রোগীর ছাড়পত্র দেয়া হয়েছে।
ডা. এমবি আজম জানান, রোগী হাসান আল মামুন লাল্টুর বাম চোখে বদপর্দা (টেরিজিয়াম) পড়ে চোখের ৪০ শতাংশ ঢেকে যায়। এটাকে অপারেশনের মাধ্যমে শতভাগ সচল করা হয়েছে। এজন্য রোগীকে মাত্র তিনহাজার টাকা খরচ করতে হয়েছে। রোগী হাসান আল মামুন লাল্টু জানান, অপারেশনের পর তিনি স্বস্তিবোধ করছেন।