মুজিবনগর সরকার গঠনে চুয়াডাঙ্গা একটা বড় ও ঐতিহাসিক ভূমিকা ছিলো

মুজিবনগর দিবস সফল করতে আলমডাঙ্গায় মতবিনিময়সভা ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে জাতীয় সংসদের হুইপ

আলমডাঙ্গা ব্যুরো: মুজিবনগর দিবস সফল করতে আলমডাঙ্গায় মতবিনিময়সভা ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। তিনি বলেন, নতুন করে ইতিহাস বিকৃতি শুরু হয়েছে। যুবসমাজকে সাথে নিয়ে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠনে চুয়াডাঙ্গার একটা বড় ও ঐতিহাসিক ভূমিকা ছিলো। আবারও যদি মুক্তিযুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তবে চুয়াডাঙ্গা থেকেই আবারও যুদ্ধ শুরু করা হবে। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, জেলা সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল হান্নান, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক কাউসার আহমেদ বাবলু, ধর্মসম্পাদক মাসুদুজ্জামান লিটু, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, পৌর সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।

জেলা সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানের উপস্থাপনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমডাঙ্গা উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, আওয়ামী লীগ নেতা হজরত আলী, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিত, মাসুদ রানা তুহিন, যুবলীগ আহ্বায়ক আহসান উল্লাহ, যুগ্মআহ্বায়ক শাহীন রেজা ও সাজ্জাদুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রোবায়েত বিন আজাদ প্রমুখ।