আলমডাঙ্গা মডেল পাইলট ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শহরে মানববন্ধন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মডেল পাইলট ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার শহরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৯টায় শহরের প্রধান সড়কের পাশে ছাত্র-শিক্ষক-অভিভাবক এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, বিদ্যালয় পরিচালনা কমিটির অপর সদস্য শেখ আব্দুল জব্বার, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান উল্লাহ, সাবেক কমিশনার যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহীন রেজা, শহিদ-উল ইসলাম বাবু মোল্লা, আনোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি আনোয়ারুজ্জামান, গৌতম পাল, ইসাহক আলী, আব্দুল হান্নান প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনালের ট্রেড ইন্সট্রাকটর গিয়াস উদ্দীন তার ব্যবসায়িক পার্টনার কলেজপাড়ার নিজাম উদ্দীনের ছেলে কামরুল ইসলাম বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে মারধর করেন। এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের নিকট থেকে ভুল করে অতিরিক্ত এক বিষয়ের ব্যবহারিক পরীক্ষার টাকা নেয় কর্তৃপক্ষ। এ বিষয়টি খুব কম শিক্ষক জানতো। প্রধান শিক্ষক জানান, ওই অতিরিক্ত ১ বিষয়ের ব্যবহারিক পরীক্ষার টাকা গিয়াস উদ্দীন তাদের কয়েকজন শিক্ষকের মধ্যে ভাগ করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলো। প্রধান শিক্ষক তার প্রস্তাবে রাজি হননি। তিনি অতিরিক্ত নেয়া টাকা স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফিরিয়ে দেয়ার কথা বলেন। এরই একপর্যায়ে ওই ঘটনা ঘটানো হয়। ওই ঘটনার পরপর বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরিসভায় মিলিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গিয়াস উদ্দীনকে সাময়িকভাবে বরখাস্ত করে। ওই রাতেই প্রধান শিক্ষক বাদী হয়ে আলমডাঙ্গা থানায় গিয়াস উদ্দীন ও কামরুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন।

Leave a comment