গাংনী ডিগ্রি কলেজে ভাঙচুরকারীদের গ্রেফতারের দাবিতে কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজের অফিসকক্ষে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রলীগ। গতকাল শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দিয়েছে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ। গাংনী ডিগ্রি কলেজ ছালীগের সভাপতি রতন, সাধারণ সম্পাদক উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক উজ্জল, পৌর ছাত্রলীগের সভাপতি মানিক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রিপন ও ছাত্রলীগ নেতা শিপুসহ ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যারা কলেজে হামলা করেছে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে। নইলে কলেজ ছাত্রলীগ কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত বুধবার শিক্ষকদের সাথে বাগবিতণ্ডার জেরে ছাত্রলীগের কিছু নেতাকর্মী কলেজের অফিসকক্ষে ভাঙচুর করে। এ অভিযোগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব ও ছাত্রলীগকর্মী নাজমুলসহ ১৫/২০ জনের নামে মামলাটি রেকর্ড করে গাংনী থানা। মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এমন অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা এবং পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।