ফেনসিডিলসহ বাবর হামিদা এবং মুরাদ আটক

জীবননগরের রাজাপুর এবং দামুড়হুদার দর্শনা ও মুন্সিপুর বিজিবির অভিযান

 

দর্শনা অফিস: জীবননগরের রাজাপুর ও দামুড়হুদার দর্শনা এবং মুন্সিপুর বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়েছে। এ অভিযানে ফেনসিডিলসহ আটক হয়েছে মুন্সিপুরের বাবর, আকন্দবাড়িয়ার হামিদা ও মুরাদ। দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে বিজিবি। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগরের রাজাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বহুল আলোচিত মাদকের খোলা বাজার নামে খ্যাত আকন্দবাড়িয়ায়। বিজিবি সদস্যরা আকন্দবাড়িয়া গাংপাড়ার লালু মিয়ার স্ত্রী এলাকার চিহ্নিত মাদককারবারী হামিদার বাড়িতে তল্লাসি অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১২৩ বোতল ফেনসিডিল। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে, মাদকসম্রাজ্ঞী হামিদা (৪৫) ও রাঙ্গিয়ারপোতা গ্রামের আ. করিমের ছেলে মুরাদকে (৪২)। এ সময় কৌশলে পালিয়ে যায় হামিদার ছেলে মনির মোল্লা (২৭)। হাবিলদার তোতা মিয়া বাদি হয়ে হামিদা, মুরাদ ও মনিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার নাজমুল হক সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর ঈদগা মাঠে। বিজিবি সদস্যরা ওই মাঠ থেকে ধাওয়া করে আটক করেছে মুন্সিপুর গ্রামের গরিব আলীর ছেলে বাবর আলীকে (২৪)। বিজিবির পক্ষ থেকে বলেছে, বাবরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২শ বোতল ফেনসিডিল। এ সময় কৌশলে পালিয়ে যায় একই গ্রামের নুর হোসেনের ছেলে বাবর আলী। এ ঘটনায় হাবিলদার নাজমুল হক বাদি হয়ে বাবর আলী ও জজের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এ ছাড়া একই দিন ভোর ৫টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের নায়েক বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জয়নগর নদীর ধার থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন ৫৪ বোতল ফেনসিডিল, ৪ হাজারটি টিভির কার্বন ফ্লিম রেজিস্টার ও ১ হাজার পিচ ভারতীয় ঘড়ির ব্যাটারী।

কুড়ুলগাছি প্রতিনিধি জানিয়েছেন, কার্পাসডাঙ্গা মুন্সিপুর বিজিবির সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে । গতকাল শনিবার সকাল ৯টার দিকে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার নাজমুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালন কুতুবপুর ঈদগাপাড়া থেকে ২০৬ বোতল ফেনসিডিলসহ মুন্সিপুর গ্রামের গরীব আলীর ছেলে বাবর আলীকে (২২) আটক করে। অপর আসামি নুর হোসেনের ছেলে জাজ মিয়া (২৫) বিজিবির উপস্থিতির টের পেয়ে পালিয়ে যায়।