অবৈধ আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে অবৈধ আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে সম্মেলন করেছেন সমিতির সভাপতি উজ্জল বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার। এ ঘটনায় বাস-মিনিবাস শ্রমিকরা দু গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। তাদের মধ্যে টান-টান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি উজ্জ্বল বিশ্বাস। তিনি বলেন, ২০১২ সালের ৩ আগস্ট গোপন ব্যালটের মাধ্যমে ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উজ্জ্বল বিশ্বাস সভাপতি ও আব্দুল গাফফার বিশ্বাস সাধারণ সম্পাদকসহ ২৩ সদস্য বিশষ্টি কমিটি নির্বাচিত হয়। তাদের মেয়াদ ২০১৫ সালের ২ আগস্ট থাকা সত্বেও স্থানীয় বাস-মিনিবাস মালিক সমিতির একটি চক্রের সহযোগিতায় পেশিশক্তিকে ব্যবহার করে ইউনিয়নের সাধারণ শ্রমিকদের অবহেলা করে সম্প্রতি একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ চক্রটি নির্বাচিত প্রতিনিধিদের বিতাড়িত করে ইউনিয়নের কার্যালয় জোরপূর্বক দখল করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, কথিত আহ্বায়ক হাবিবুর রহমান রিজু এক সময় ছাত্র মৈত্রীর করতো। ষড়যন্ত্রের মাধ্যমে রিজু ইউনিয়নের আহ্বায়ক সেজে সড়কে বেপরোয়া চাঁদাবাজি করে লাখ লাখ টাকা লুটপাট করে চলছে। ২০১৩ সালের ২৯ অক্টোবর খুলনা বিভাগীয় যুগ্ম শ্রমপরিচালক ও রেজিস্ট্রার অব-ট্রেড ইউনিয়নের এমকে আলম স্বাক্ষরিত ২৪৮০ নং স্বারকে এক চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচিত কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে গঠনতন্ত্রের বাইরে কোনোরূপ অ্যাডহক কমিটি গঠন করার সুযোগ নেই। ফলে নির্বাচিত কমিটি ইউনিয়ন পরিচালনা করবে। কিন্তু ঝিনাইদহের এক জনপ্রতিনিধি সেটা অমান্য করে তিনি দায়িত্বপ্রাপ্ত সেজে অ্যাডহক কমিটি ঘোষণা করেন। এসবের প্রতিবাদ করতে সমিতির অফিসে গেলে মেয়রের লাইসেন্সকৃত শর্টগান দিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীরা হত্যার হুমকি দেয়া হয় বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাস, শ্রমকল্যাণ সম্পাদক ইফাজ উদ্দিন, উপদেষ্টা আব্বাস উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শ্রমিকরা শ্রমআইন অনুযায়ী এবং ইউনিয়নের গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়নের সকল কার্যক্রম পরিচালনা করার জন্য প্রশাসনের সহযোগিতাসহ অবৈধ দখলকারীদের অবিলম্বে উচ্ছেদ ও শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল ঝিনাইদহ জেলা-বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কথিত অ্যাডহক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান রিজু সমিতির নিজস্ব কার্যালয়ে বর্তমান কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এক সংবাদ সম্মেলন করেন।

Leave a comment