আলমডাঙ্গার ঘোষবিলায় প্রবাসীর স্ত্রীকে মোবাইলফোনে দু লাখ টাকা চাঁদা দাবি

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি ও পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজচক্র ফের বেপরোয়া হয়ে উঠেছে। মোবাইলে জামজামির মধুপুরের রাজমিস্ত্রি মনোহর আলীকে (৫০) ভয়ভীতির পর একই চক্র পার্শ্ববর্তী ঘোষবিলার দুবাই প্রবাসীর স্ত্রীকে (৩০) মোবাইলফোনে নগদ দু লাখ টাকা চাঁদার দাবিতে তটস্থ করে তুলেছে। একটি রবি নম্বর থেকে নিজেকে গ্যাংগ্রুপ বাহিনী প্রধান কবীর দা পরিচয়ে চাঁদা দাবি করে নানামুখি হুমকি-ধামকি দিয়ে চলেছে। গড়িমসি হলে ছেলে স্কুলছাত্র রাজুকে (১১) অপহরণ করবে বলে জানা গেছে।

Leave a comment