দর্শনা মেমনগর হাইস্কুল সংলগ্ন পৌর পিলখানা : ছড়াচ্ছে দুর্গন্ধ

দর্শনা অফিস: ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়। মাথাভাঙ্গা নদীর তীরে অবস্থিত বিদ্যালয়টি ঘেষে পৌর কর্তৃপক্ষ পিলখানা নির্মাণ করেছে। পিলখানা থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। অনেক শিক্ষার্থী দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে। পিলখানা সরিয়ে নেয়ার জন্য বারবার তাগিদ দেয়া হলেও পৌর কর্তৃপক্ষ আমলে নেয়নি। অবশেষে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জোটবদ্ধভাবে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা পৌরসভা কার্যালয় ঘেরাও করে। শিক্ষার্থীরা পিলখানা সরিয়ে নেয়ার স্লোগান দেয়। পরে স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা নিলেও শিক্ষার্থীদের আন্দোলন থামেনি। শিক্ষার্থীরা বলেছে, পিলখানা সরিয়ে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাই অচিরেই পিলখানা সরিয়ে নিয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলামের দৃষ্টি কামনা করেছে শিক্ষার্থী ও অভিভাবক মহল। সূত্র বলেছে, পিলখানা সরিয়ে নেয়ার দাবিতে শিক্ষার্থীরা আজ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করতে পারে।