মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে যেতে হলে চেলসিকে কঠিন বাধাই পেরোতে হবে। তবে পিএসজির বিপক্ষে বাঁচামরার লড়াইয়ের আগে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার ইতিহাস প্রেরণা যোগাতে পারে চেলসি খেলোয়াড়দের। চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়। প্রথম লেগ ফ্রান্স থেকে ৩-১ গোলে হেরে আসার কারণেই চেলসির কাজটি বেশি কঠিন। বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছেন দলের জার্মান উইঙ্গার শুরলে। স্ট্যামফোর্ড ব্রিজে আমাদের সঙ্গে নিজেদের সমর্থকরা আছে। কাজটি কঠিন হবে, তবে অসম্ভব কিছু নয়। পিএসজিকে এ ম্যাচে খেলতে হবে দলের বড় ভরসা সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়াই। নিজেদের মাঠে চেলসির বিপক্ষে প্রথম লেগের ম্যাচ খেলার সময় ডান উরুতে চোট পেয়েছিলেন তিনি।
এ নিয়ে অবশ্য তেমন কোনো দুশ্চিন্তা নেই পিএসজির। কারণ, স্ট্যামফোর্ড ব্রিজে গোল না করলেও চলবে তাদের, শুধু চেলসিকে গোল না করতে দিলেই হয়। প্রতিপক্ষের মাঠে গোল আছে বলে ২-০ গোলে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে চেলসির। ৩-১ গোলে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে।