কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামে ডাকাতি : বোমার আঘাতে আহত ১

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে এক সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে বোমার আঘাতে মিজানুর রহমান নামে এক গ্রামবাসী আহত হয়েছে।

জানা গেছে, উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মোমিনের বাড়িতে গত শনিবার রাতে ১০/১২ জনের এক সশস্ত্র ডাকাতদল প্রবেশ করে। ডাকাতরা নিজেদের নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্টপার্টির লোক বলে পরিচয় দেয় এবং তাদের প্রতিপক্ষের লোকেরা ওই বাড়িতে আশ্রয় নিয়েছে বলে গৃহকর্তাকে জানায়। ডাকাতরা ওই বাড়িতে তল্লাশি চালানোর অজুহাতে ঘরের ভেতর প্রবেশ করে গৃহকর্তা ও তার স্ত্রীকে বেঁধে ফেলে। এরপর ডাকাতরা অস্ত্রের মুখে গৃহকর্তা মোমিনের বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধলাক টাকার মালামাল লুট করে। ডাকাতরা মোমিনের বাড়িতে ডাকাতি শেষে প্রতিবেশী খোকনের বাড়িতে ডাকাতি শুরু করে। গ্রামবাসী ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাতদের প্রতিরোধে এগিয়ে এলে ডাকাতরা গ্রামবাসীকে লক্ষ্য করে পরপর ৪টি হাতবোমা ছুড়ে মারে। ডাকাতদের ছোড়া বোমা মিজানুর রহমান নামে এক গ্রামবাসীর ঘাড়ে লাগলে তিনি আহত হন। আহত মিজানুর রহমানকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a comment