উথলী ও বেনীপুর বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্প ও বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেন। গত শনিবার ও গতকাল রোববার এ অভিযান পরিচালনাকালে ফেনসিডিল চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে এ ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। বিজিবি এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সিও লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উথলী বিওপির হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় জওয়ান নিয়ে রাঙ্গিয়ারপোতা মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩২ হাজার ৪১০ টাকা। অন্যদিকে গতকাল  সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির হাবিলদার শাহ্ আলম বিশেষ টহলদল নিয়ে হরিহরনগর ফার্মের মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ফেনসিডিল আটক করেন।