আশুলিয়ায় ব্যবসায়ীকে জবাই করে হত্যা

 

স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জুবায়ের ক্যাপ ফ্যাক্টরির মালিক আজম হোসেনকে জবাই করে খুন করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকার ভাই ভাই সুপার মার্কেটে অবস্থিত নিজ ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা ভাই ভাই সুপার মার্কেটের ৪র্থ তলায় অবস্থিত জুবায়ের ক্যাপ ফ্যাক্টরিতে প্রবেশ করে কারখানার মালিক আজম হোসেনকে তার কক্ষেই জবাই করে হত্যা করে। এ সময় সন্ত্রাসীরা কারখানার শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কারখানা থেকে বের করে দেয়। পরে শ্রমিকেরা স্থানীয়দের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাই ভাই সুপার মার্কেটের প্রধান ফটক বন্ধ করে দেয়। এ সময় সেখানে উপস্থিত সংবাদ কর্মীদেরও দায়িত্ব পালনে বাধা দেয় পুলিশ। এ ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে কারখানার মালিক আজম হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় একজনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এ ব্যাপারে সংবাদ কর্মীদের কোনো বক্তব্য দিতে রাজি হয়নি পুলিশ।

Leave a comment