ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলের আখচাষিদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি: পাওনা ২০ কোটি টাকা পরিশোধ ও আখের মূল্যবৃদ্ধিও দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আখচাষিরা সংবাদসম্মেলন করেছেন। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে চিনিকল আখচাষি কল্যাণ সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোবারকগঞ্জ চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম। আখচাষিরা অভিযোগ করেন, মিলজোনের প্রায় ৪০ হাজার আখচাষি তাদের পাওনা টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক ঋণগ্রস্ত চাষি ঋণ পরিশোধ করতে না পেরে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আখ সরবরাহের তিনদিনের মধ্যে টাকা পরিশোধের সরকারি নিয়ম থাকলেও মিল কর্তৃপক্ষ গত আড়াই মাস নানা অজুহাতে চাষিদের টাকা পরিশোধ করেননি। অবিলম্বে তাদের পাওনা টাকা প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে আখের মূল্য মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা নির্ধারণের দাবি জানান। সংবাদ সম্মেলনে আখচাষি কল্যাণ সমিতির নেতা আবদুস সামাদ, আবদুল জলিল, সাখাওয়াত হোসেন, আবদুল হান্নানসহ আখচাষিরা উপস্থিত ছিলেন। সংবাদসম্মেলন থেকে আগামী ৪ দিনের মাঝে চাষিদের পাওনা টাকা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।