টিপ্পনী

টিপ্পনী

খবর: (ঢাকার চামেলীবাগে মেয়ের হাতে পিতা-মাতা খুন)

 

বাবা-মাকে খুন করেছো তুমি

শুনলে কাঁপে এই পৃথিবীর ভূমি

মায়ের পেটে জন্ম তোমার মিছে

কেমন করে নামলে এতো নিচে?

 

ইয়াবা খাও নেচে বেড়াও রাতে

দোস্ত পাতাও বখাটেদের সাথে

বললে তোমার মুখ হয়ে যায় কালো

ক্ষেপে গিয়ে ঘরে আগুন জ্বালো।

 

এই দুনিয়া মিলবে নাতো আর

তোমার মতো একটা কুলাঙ্গার

পাবিনে তুই বাঁচার মতো ঘর

ধুঁকে ধুঁকে লাল দালানেই মর।

 

-আহাদ আলী মোল্লা