জীবননগর মেদিনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল

No Image

জীবননগর ব্যুরো: সীমান্তে সহিংসতা বন্ধ, নারী-শিশু ও মাদক চোরাচালান প্রতিরোধে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার মেদিনীপুর সীমান্তে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়।

বিজিবি মেদিনীপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার তোতা মিয়া জানান, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির গয়েশপুর কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার্দী ও বিএসএফ’র ধরমপুর কোম্পানি কমান্ডার ইন্সেপেক্টর ইয়াদব কুমার সিং যৌথ টহলে উভয়দেশের পক্ষে নেতৃত্ব প্রদান করেন। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত যৌথ টহলকালে ভারতের পুটিখালী ক্যাম্পের বিএসএফ সীমান্তে পর পর কয়েকটি শক্তিশালী পটকার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যৌথ টহলরত বিএসএফ কোম্পানি কমান্ডারের নিকট বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।