বেগমপুর প্রতিনিধ: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গতকাল বুধবার বিকেলে মজিবুল হক মালিক মজু নির্বাচনোত্তর গণসংযোগ করেন। এ সময় তিনি ৩১ মার্চ অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রকৃত চেহারা জনগণের কাছে পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেন। দলীয় নেতাকর্মীরা ভোট দিতে না পারায় যে মনকষ্ট পেয়েছে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান। মানুষের ভোট ও ভাতের অধিকার আর গণতন্ত্রের কথা বলে ক্ষমতাসীন দল জাতির নিকট নিজেদেরকে দাবি করে থাকে। উপজেলা নির্বাচনে তার নমুনা দেখেছে সকল বিবেকবান মানুষ। তিনি আরও বলেন, ভোট ডাকাতি করে ক্ষমতায় গেলেও নৈতিক পরাজয় হয়েছে আ.লীগের। এ সময় তার সাথে ছিলেন- বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আশরাফুল হক মাসুম, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান সাদিক, আতিয়ার রহমান, মাসুদ রানা আপেল, আবু রায়হান, আব্দার আলী, আলী কদর, আবু সালেহ, ফরজ আলী, ইব্রাহীম, ইসমাইল হোসেন প্রমুখ।
চুয়াডাঙ্গার বেগমপুরে নির্বাচনোত্তর মজুর গণসংযোগ
