বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতে দিনভর থাকছে নানা আয়োজন

চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ পালন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

 

আলম আশরাফ: বাংলা নববর্ষ ১৪২১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) আনজুমান আরা, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ। বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় নিরাপত্তা বলয় তৈরি করে বাংলা নববর্ষবরণ অনুষ্ঠান জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত থাকবে। সেই সাথে সকলের সজাগ দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

আগামী ১৪ এপ্রিল দিনের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে বাজনার মাধ্যমে শুরু হবে নতুন বর্ষবরণ। চুয়াডাঙ্গা চাঁনমারী মাঠে (ভি.জে স্কুলমাঠ) সকাল সাড়ে ৭টায় দিনের কর্মসূচি শুরু হবে। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বাঙালি সাংস্কৃতির ঐতিহ্য ধারণ করে ৱ্যালিতে অংশ নেবে। ৱ্যালিটি শহীদ হাসান চত্বর হয়ে কবরী রোড় দিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে শেষ হবে। সেখানে বাংলা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে শুরু হবে ৭ দিনব্যাপি পৌর বোশেখি মেলা। মেলার স্থান টাউন ক্লাব ফুটবল মাঠ। সন্ধ্যা ৬টায় মেলার উদ্বোধন করা হবে। মেলার উদ্যোক্তা চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, মেলার বাড়তি আর্কষণ হিসেবে থাকবে প্রতিদিন খ্যাতনামা শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও প্রতি বছরের ন্যায় শিশু পরিবার, কারাগার ও হাসপাতালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের পক্ষ থেকে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পানতা ইলিশের আয়োজন করা হবে।