মাথাভাঙ্গা মনিটর: রাশিয়া ইউক্রেইন দখলের সক্ষমতা নিয়ে সীমান্ত এলাকায় সব ধরনের রণসজ্জা সম্পন্ন করেছে এবং চাইলে ৩ থেকে ৫ দিনেই তা হাসিল করতে পারে বলে সতর্ক করেছেন নেটোর শীর্ষ সামরিক কমান্ডার। গতকাল বুধবার সাংবাদিকদের কাছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর জেনারেল এবং ইউরোপে নেটো জোটের সুপ্রিম কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলভ ইউক্রেইনের পূর্ব সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশকে ‘চরম উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন। ইউক্রেইন থেকে ক্রিমিয়াকে পৃথক করা এবং রাশিয়ার সাথে যোগ করা নিয়ে স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়াকে কোণঠাসা করতে নিষেধাজ্ঞা আরো কঠোর করা হবে বলেও হুঁশিয়ার করেছে পশ্চিমা বিশ্ব। রাশিয়া সীমান্ত এলাকায় ৪০ হাজার সেনা সমাবেশ ঘটিয়েছে বলে নেটো আগে থেকেই সতর্ক করে আসছে। পুতিনের সেনাবাহিনীর এ উপস্থিতিকে পূর্ব ও দক্ষিণ ইউক্রেইনের জন্য বড় ধরনের হুমকি বলে হুঁশিয়ার করেছে নেটো। ব্রিডলভ বলেন, এ এক বিশাল বাহিনী, খুবই দক্ষ ও সংগঠিত।
রুশ সেনারা সামরিক বিমান, হেলিকপ্টার, অস্থায়ী হাসপাতাল এবং যুদ্ধের অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছে। ইউক্রেইনে আগ্রাসনের সিদ্ধান্ত হলে অভিযান সফল করতে এ পুরো বাহিনীই প্রয়োজন পড়বে বলে জানান ব্রিডলভ। তিনি বলেন, আমরা মনে করছি সীমান্তে উপস্থিত সেনারা এখন প্রস্তুত। তারা নির্দেশ পেলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে লক্ষ্যে পৌঁছুতে পারবে।