১ এপ্রিল থেকে ঢাকায় সিএনজি অটোরিকশা ধর্মঘট

 

স্টাফ রিপোর্টার: ৫ দফা দাবিতে আগামী ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। শুধু ঢাকা মহানগরীতে এ ধর্মঘট কার্যকর হবে বলে গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মালিক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। মালিক সমিতির দাবিগুলো হলো- সিএনজি অটোরিকশার ইকোনোমিক লাইফ ১১ থেকে ১৫ বছর নির্ধারণ, আয়কর ও সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে যা বাতিল করতে হবে, অযথা পুলিশি হয়রানি ও রেকারিং বন্ধ, সিএনজি অটোরিকশার নির্ধারিত পার্কিং স্থান দিতে হবে এবং সিএনজি অটোরিকশা চুরি, ছিনতাই ও চালক হত্যা বন্ধ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিএনজি অটোরিকশা মালিক সমিতির সদস্য সচিব সাধারণ সম্পাদক এটিএম নাজমুল হাসান বলেন, সিএনজি অটোরিকশার ইকোনোমিক লাইফ বুয়েটের পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে ১১ বছর থেকে ১৫ বছর করার সুপারিশ করা হলেও সরকার তা মানছে না। সরকার আমাদের বার বার আশ্বাস দিয়েও গত বছর ডিসেম্বরে সিএনজি অটোরিকশার প্রতিস্থাপন সময়সীমা এক বছর বৃদ্ধি করে। তাই দাবি আদায়ে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি।

Leave a comment