আর্থ আওয়ার: পৃথিবীর জন্য ১ ঘণ্টা

মাথাভাঙ্গা মনিটর: দুনিয়া বিখ্যাত সব স্থাপনাসহ লাখো-কোটি মানুষের বাড়িঘরে আজ বাতি জ্বলবে না এক ঘণ্টা। এই একটা ঘণ্টা শুধু পৃথিবীর জন্য। জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির প্রয়াসেই এই আলো নিভিয়ে রাখা। গতকাল শনিবার প্রায় দেড়’শরও বেশি দেশের প্রায় সাত হাজার শহরে ‘ডব্লিউডব্লিউএফ’ বা ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারে’র আহ্বানে এই ‘আর্থ আওয়ার’ পালিত হয় বিভিন্ন দেশের স্থানীয় সময় রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত।