তিন বছরের জেল হতে পারে দেবের

মাথাভাঙ্গা মনিটর: নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের নজরে পড়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী টলিউট স্টার দেব। অভিযোগ প্রমাণিত হলে এ তারকার তিন বছরের জেল এবং জরিমানা হতে পারে। দেব বলেছেন, ভোটের উত্তেজনা ধর্ষণের মতো, হয় চিত্কার কর নয় উপভোগ কর। তার এ বক্তব্য নিয়েই ওঠে বিতর্কের ঝড়। একটি পত্রিকায় ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বক্তব্য পেশ করার অভিযোগের তদন্ত করতে ওই পত্রিকার কাছ থেকে সিডি চেয়ে পাঠায় কমিশন। অভিযোগ প্রমাণিত হলে কমিশন দেবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। তিন বছরের জেল এবং জরিমানাও হতে পারে এ টলিউট স্টারের। যদিও বক্তব্যের জন্য টুইটারে ক্ষমা চেয়েছেন দেব। এর আগে এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় সিপিআইএমের মহিলা সংগঠন। তাদের অভিযোগ, দেব মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন।

Leave a comment