ঝিনাইদহ অফিস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আহতদের ঝিনাইদহ সদর ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে শৈলকুপা উপজেলার রয়েড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে রয়েড়া বাজারে তামিনগর গ্রামের রিপন ও লায়নসহ কয়েক যুবকের মধ্যে কথা কাটাকাটির জের ধরে রয়েড়া গ্রামের হাসেম ও তার ছেলে মিঠুকে মারধর করা হয়। এ নিয়ে তামিনগরের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোরশেদ ও রোজদার গ্রুপ এবং রয়েড়া গ্রামের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা জমির গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এর জের ধরে সকাল ৮টার দিকে উভয় গ্রামবাসী ঢাল, সড়কিম রামদাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়।
শৈলকুপা থানার এসআই ফরিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।