বিভক্ত বিএনপি নেতৃবৃন্দ এককাতারে : প্রার্থীদের নিয়ে গণসংযোগ

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে সম্মিলিত প্রচার প্রচাণার পাশাপাশি যৌথ গণসংযোগও শুরু করেছে। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মালিক মজু, ভাইস চেয়ারম্যান সাইফুর রশীদ ঝন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহানারা পারভীনকে সাথে নিয়ে মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলাসহ বিভক্ত বিএনপির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা শহরে গণসংযোগ করেন।

বিএনপি নেতৃবৃন্দ গণসংযোগকালে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রাথী মজিবুল হক মালিক মজুকে চিংড়ি প্রতীকে, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুর রশীদ ঝন্টুর চশমা প্রতীকে ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহানারা পারভীনের হাঁস প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

Leave a comment