ছাত্রলীগ চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার প্রতিবাদসভায় বক্তারা

 

 

অপশক্তির মোকাবেলা করায় মিথ্যা মামলা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বর্তমান সভাপতি শরীফ হোসেন দুদুসহ ১১ নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগ এক সমাবেশের অয়োজন করে। কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জ্যাকি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চুয়াডাঙ্গার সংগ্রামী নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বর্তমান সভাপতি শরীফ হোসেন দুদু, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, পৌর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাফি, পৌর ছাত্রলীগের দফতর সম্পাদক তাপু, জেলা ছাত্রলীগের সদস্য বুলবুল, ডেভিড, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক হাফিজ, জেলা যুবলীগের সদস্য জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা। মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে কলেজ ছাত্রলীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহসভপতি আব্দুস সামাদ। প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি অ্যাড. ফিরোজ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহম্মেদ ও জেলা যুবলীগের সদস্য মিলন, রাজ্জাক, ভুলন, জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান, যুগ্মসাধারণ সম্পাদক ফরিদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাসান, সাধারণ সম্পাদক নাইম, পারভেজ সজল, সহসভাপতি জাহাঙ্গীর, জজ, পৌর ছাত্রলীগ নেতা রানা, জনি, মানিক মিঠু প্রমুখ।

বক্তারা বলেন, বাংলার ১৬ কোটি মানুষের গণতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায়, ঠিক সেই সময় আওয়ামী লীগের ভেতরে লুকিয়ে থাকা অপশক্তিকে মোকাবেলা করার কারণে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ে করে নেতাদের হয়রানি করা হচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জ্যাকি। পরে জেলা শহরের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।