বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠিত : আহ্বায়ক মোস্তফা সদস্য সচিব সালাম

 

স্টাফ রিপোটার: বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গোলাম মোস্তফাকে আহ্বায়ক ও আব্দুস সালামকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বিটিসিএল ভবন চত্বরে সহকারী শিক্ষকদের নিয়ে সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক মাকছুদা বেগম। সভার শুরুতে সহকারী শিক্ষক সমিতির প্রয়োজনীয়তা ও সংগঠনের প্রস্তাবিত ১১ দফা দাবি তুলে ব্যাপক আলোচনা করেন দৌলতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আব্দুস সালাম। পরে আলোচনায় অংশ নেন শঙ্করচন্দ্র বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা, গাইদঘাটের মোজাম্মেল হক, দোস্তের আ.ফ.ম মইনুল আহসান পলাশ, ধুতুরহাটের নজরুল ইসলাম, কোটালীর সাইফ উদ্দিন, পীরপুরের শামীম হোসেন, নীলমণিগঞ্জের খালিদ হাসান মিলন, কেদারগঞ্জ মডেলের কাবেরী করিম ও বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনোয়ারা খুশি। সভায় বক্তারা সহকারী শিক্ষকদের জন্য সদ্য ঘোষিত বাস্তবায়নাধীন বৈষম্যপূর্ণ বেতন স্কেল সংশোধনপূর্বক প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচের স্কেল প্রদান এবং সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ করে শতভাগ বিভাগীয় পদন্নোতি নিশ্চিতকরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সভা শেষে  গোলাম মোস্তফা, যুগ্মআহ্বায়ক হিসেবে লিটন আলী জোর্য়াদ্দার, শামীম হোসেন, পরিতোষ কুমার প্রভাত, আজমিরা খানম, খালিদ হাসান, মানোয়ার হোসেন, মশিউর রহমান, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাবেরী করিম, মনোয়ারা খুশি, সাইফ উদ্দিন, মারুফ বিল্লাহ, মোজাম্মেল হক ও আ.ফ.ম মইনুল আহসান পলাশ এবং আব্দুস সালামকে সচিব নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন করা হয়।

Leave a comment