স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ইসলামী হাসপাতালে ভর্তি করা না হলে আমার স্বামী মারা যেতো না। কেন এখানে তাকে ভর্তি করলাম। ডাক্তারের অবহেলাই আমার স্বামী মারা গেলো’ এসব বলে বিলাপ করছিলেন আলমডাঙ্গা বটিয়াপাড়ার গৃহবধূ মনোয়ারা বেগম। গতরাত ১১টায় ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী শরিফ মণ্ডল মারা যাওয়ার পর কেঁদে কেঁদে এসব বলছিলেন মনোয়ারা বেগম।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের শরিফ মণ্ডলের (৫০) কোষ্ঠকাঠিন্য হলে তাকে গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট চিকিৎসক রওশন আমিন রতনকে দেখানো হয়। তার পরামর্শ অনুযায়ী ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১১টায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে ডা. রওশন আমিন রতন জানান, বাথরুমে পড়ে গিয়ে শরিফ মণ্ডলের মৃত্যু হয়েছে।