স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৱ্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে চিহ্নিত এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার নাফনদীস্থ জালিয়ারদিয়ায় এ ঘটনায় নিহত নূর মোহাম্মদ (৩৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার প্রয়াত আবুল কাসেমের ছেলে। ৱ্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। টেকনাফ থানার ওসি জানান, নূর মোহাম্মদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তিনি বলেন, জালিয়ারদিয়ায় ৱ্যাবের সাথে ইয়াবা ব্যবসায়ীর বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নূর মোহাম্মদকে টেকনাফ হাসাপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।