চেয়ারম্যান পদে মজু ভাইস-চেয়ারম্যান পদে ঝন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যানে জাহানারাকে বিজয়ী করার আহ্বান

 

ডিঙ্গেদহে বিএনপির নির্বাচনীকর্মীসভায় অহিদুল ইসলাম বিশ্বাস

ডিঙ্গেদহ প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতা মজিবুল হক মজুকে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেইসাথে সাইফুর রশিদ ঝন্টুকে ভাইস-চেয়ারম্যান ও জাহানার বেগমকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় শঙ্করচন্দ্র ইউনিয়নের প্রয়াত নুর আলী চেয়ারম্যানের বাসভবন চত্বরে এক সমাবেশে জেলা বিএনপি একাংশের সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র বিপন্ন হতে চলেছে। সরকার নিজেদের ক্ষমতা চিরতরে ধরে রাখার জন্য বিরোধীদলীয় নেতাদের দমন করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ সময় তিনি অতীতের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতা মজুকে চেয়ারম্যান, সাইফুর রশিদ ঝন্টুকে পুরুষ ভাইস-চেয়ারম্যান ও জাহানার বেগমকে মহিলা ভাইস-চেয়ারম্যান জয়যুক্ত করার জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সাথে বিএনপির নেতাকর্মীরা করতালি ও মুহুর্মুহু স্লোগান দিয়ে একে অপরকে জড়িয়ে কোলাকুলি করতে দেখা যায়। বিএনপি নেতা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী অ্যড. শাহজাহান মুকুল। তিনি বলেন, কেন্দ্র থেকে তাকে মনোনয়ন দেয়ার পরও দলকে ঐক্যবদ্ধ করা ও আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করানোর জন্য নির্বাচন থেকে সরে এসে বিএনপি নেতা মজুকে সমর্থন দেয়া হয়েছে এবং ভাইস-চেয়ারম্যান প্রার্থী সাইফুর রশীদ ঝন্টু ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জাহানারা বেগমের প্রতি সমর্থন জানান। চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মালিক মজু দলের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চুয়াডাঙ্গা বিএনপির ঘাটি, আপনাদের সাথে করে চুয়াডাঙ্গায় বিএনপির ভাবমুর্তি ফিরিয়ে আনবো। এ সময় ঐক্যবদ্ধভাবে মজুর প্রতি সমর্থন জানান কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপি নেতা আবু জাফর মন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির দু গ্রুপের চুয়াডাঙ্গা সদর উপজেলা, সকল ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।