মেহেরপুর-ঝিনাইদহসহ ১৭ জেলায় শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত

 

স্টাফ রিপোর্টার: প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলায় বাতিল হওয়া ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। গত ১৪ মার্চ এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৮ মার্চ নেয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এবার তা স্থগিত করা হলো। প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় গত বছরের ৮ ডিসেম্বর ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়। গত ৮ নভেম্বর এই পরীক্ষা হয়েছিলো। শিক্ষক নিয়োগের এই লিখিত পরীক্ষায় সাত সেট প্রশ্নের মধ্যে ‘হুয়াংহু’ ও ‘মেসিসিপি’ সেট ফাঁস হয় বলে তদন্তে প্রমাণিত হয়েছে। ওই দুই সেটে পরীক্ষা হওয়া ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, লালমনিরহাট ও নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পাবনা, ঝিনাইদহ, রাজবাড়ী, মেহেরপুর, খুলনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের পরীক্ষা বাতিল করা হয়।