চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাদের মুক্তির দাবিতে ঝিনাইদহে ছাত্রলীগের বিক্ষোভ

 

ঝিনাইদহ অফিস: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন দুদু ও সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধূরী জিপুসহ ১১ নেতার মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ শহরের শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা ‘অবৈধ মামলা মানি না, মানবো না’সহ জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দারের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেন।

মিছিল শেষে সরকারি কেসি কলেজ শহীদ মিনার চত্বরে সমাবেশ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় উপসমাজসেবা বিষয়ক সম্পাদক আহসান হাবিব রানা, সহসম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুন, সহসভাপতি হাফিজুর রহমান চঞ্চল, হাবিবুর রহমান টোকন, সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাসির চন্দন, অমিয় মজুমদার অপু, যুগ্মসম্পাদক হাবিবুর রহমান রকি, রেজওয়ানুল ইসলাম বাপ্পী, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান সুমন, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, ঝিনাইদহ কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ ইবনে আব্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হক জোয়ার্দ্দার অনিক তার চাচা হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার পরিকল্পিতভাবে ছাত্রলীগ নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন। নিজেদের স্বার্থে অন্ধ হয়ে আওয়ামী শাসনামলে তারা বন্ধুবন্ধুর সৈনিকদের ওপর নির্যাতন করছেন। বক্তারা অবিলম্বে ছাত্রলীগ নেতাদের মুক্তি ও তাদের নামে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।