হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর প্রচারণায় বাধা

 

 

কর্মীসমর্থকদের মারপিট ও হুমকির অভিযোগ

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের মারপিট ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড. এমএ মজিদ।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মালেক, বিএনপি নেতা আক্তারুজ্জামান, মোয়াজ্জেম হোসেনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী এমএ মজিদ অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন স্থানে তার প্রচার মাইক বন্ধ করে দেয়া হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ২৫টি ভোটকেন্দ্র দখল করে ভোট কেটে নেয়ার চেষ্টা করছেন। তার সমর্থক উপজেলা ছাত্রদলের সহসভাপতি সফিউদ্দীন ও ভবিতপুর গ্রামের শরিফুলকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। এছাড়া তার ৩ সমর্থককে ব্যাপক মারপিট করা হয়েছে। জোড়াদাহ গ্রামে ডা. ফজলুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠা ভেঙে দিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। মামলা না থাকা সত্ত্বেও কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। বিএনপি সমর্থকরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এসব বিষয়ে জেলা রিটার্নিং অফিসারসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বারবার জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে তিনি অভিযোগ করেন।