বিএনপির মুকুল সমর্থন দিলেন অপর প্রার্থী মজুকে

 

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে নাটকীয় মোড়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিএনপিতে অস্থিরতা কোনোভাবেই কাটছে না। প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন সঙ্কট। আর এ সঙ্কট কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন বিএনপির মূল দলের মোজাম্মেল-দুদু গ্রুপের শীর্ষ নেতারা। চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি যে কঠিন সঙ্কটে ছিলো তার বড় প্রমাণ দামুড়হুদা উপজেলা নির্বাচনের ফলাফল। সেখানে বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়ে জামায়াত প্রার্থী প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পর অনেকটা নড়েচড়ে বসেছেন বিএনপি নেতারা। সামনে এখন চুয়াডাঙ্গা সদরসহ জীবননগর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন। চুয়াডাঙ্গা সদরসহ প্রতিটি উপজেলায় রয়েছে বিএনপির একাধিক প্রার্থী। আগামী ২৩ মার্চ জীবননগর ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে সদর ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচন। চুয়াডাঙ্গা সদরে চেয়ারম্যান পদে শুধু বিএনপিরই রয়েছে ৬ জন প্রার্থী। মজিবুল হক মালিক মজুকে সমর্থন দিয়ে মঙ্গলবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ-উর-জামান সিজার। আর সব শেষ নাটকটি মঞ্চস্থ হলো কেন্দ্রীয় বিএনপি সমর্থিত প্রার্থী এমএম শাহজাহান মুকুলের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাটি। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে শাহজাহানন মুকুল সরে দাঁড়িয়ে বিএনপির অপর প্রার্থী মজিবুল হক মালিক মজুকে সমর্থন দিয়েছেন। আর এ ক্ষেত্রে সব চেয়ে বড় ভূমিকা পালন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জেলা বিএনপি একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস। দুপুরে ডিঙ্গেদহের প্রয়াত নেতা নুর আলীর বাসভবনে বসেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সেখানে চুয়াডাঙ্গা বিএনপি একাংশের সভাপতি কেন্দ্রীয় নেতা অহিদুল ইসলাম বিশ্বাসসহ সদর উপজেলার তিতুদহ, বেগমপুর ও কুতুবপুর ইউপি চেয়ারম্যানসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বৈঠক শেষে কেন্দ্রীয় সমর্থিত প্রার্থী অ্যাড. এমএম শাহজাহান মুকুল সদর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমএম শাহজাহান মুকুল আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গা বিএনপির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং মজিবুল হক মালিক মজুকে সমর্থন দিলাম। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপি একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস, চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মালিক মজু, কুতুবপুর ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, বিএনপি নেতা আব্দুল খালেক, সাবেক ছাত্রদলের সভাপতি মীর্জা ফরিদুল ইসলাম শিপলুসহ জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অহিদুল ইসলাম বিশ্বাস চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসাবে মজিবুল হক মালিক মজুকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী জাহানারা পারভীনকে বিএনপির একক প্রার্থী হিসাবে ঘোষণা দেন। এসময় বিএনপির একক প্রার্থী মজিবুল হক মালিক মজু বলেন, আমি কোনো গ্রুপের প্রার্থী নই। আমি বিএনপির একক প্রার্থী। চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসী আমাকে নির্বাচিত করে তাদের আমানত রক্ষা ও সুষ্ঠু বণ্টনের দায়িত্ব দেবেন বলে আমি বিশ্বাস করি।