সিনিয়র সচিব হলেন আরো ৭ জন

 

স্টাফ রিপোর্টার: আরো ৭ জন সচিবকে সিনিয়র সচিব করা হয়েছে। এ নিয়ে জ্যেষ্ঠ সিনিয়র সচিবের সংখ্যা ১২- তে দাঁড়ালো। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়। যারা সিনিয়র সচিব পদে পদোন্নতি পেলেন তারা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লা আল মামুন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন এবং ভূমি সচিব মো. শফিউল আলম।