গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও শিশু দিবস পালিত

 

 

গাংনী প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে মেহেরপুর গাংনী উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গত সোমবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, শোভাযাত্রা, আলোচনাসভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনার বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাজনীন সুলতানা উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য প্রদান করেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম, গাংনী মহিলা কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পমাল্য প্রদান করেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আলফাজ উদ্দীন। সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুষ্পমাল্য প্রদান ও আলোচনাসভার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী। উপস্থিত ছিলেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফজলুল হক আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ফজলুল হক সেন্টু, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ প্রমুখ।

এদিকে সন্ধ্যায় বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের উদ্যোগ হাসপাতালবাজার কার্যালয়ে আলোচনাসভা ও বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। ক্লাবের সভাপতি আশিকুর রহমান আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্মসাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্মসম্পাদক বারিউল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতিক্লাবের সম্পাদক আসাদুজ্জামান মিলন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন লীগের সহভাপতি দিপুসহ নেতৃবৃন্দ।