হরিণাকুণ্ডুতে কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: গতকাল হরিণাকুন্ডু উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। কৃষি অফিস চত্বরে বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আমীনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার চণ্ডিদাস কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র শাহিনুর রহমান রিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার এবং থানা অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সায়াদাত মোহাম্মদ তোয়াব, কৃষক প্রতিনিধি আসমত আলী এবং উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে শাফিকুর রহমান বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বর্ণাঢ্য র‌্যালি কৃষি অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কৃষি অফিসে সম্পন্ন হয়। তিন দিনব্যাপি অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি মেলায় কৃষি পণ্যের বিভিন্ন স্টল ছাড়াও কৃষি প্রযুক্তি বিষয়ে আইপিএম, একটি বাড়ি একটি খামার, আইএফডিসি, বীজ ও সারের স্টলের পাশাপাশি কবুতরসহ বিভিন্ন সৌখিন পাখির নান্দিক প্রদর্শনী মেলা পরিদর্শনকারীগণকে মুগ্ধ করে।

Leave a comment